
মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুর পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর রাতে শহরের গেইটপাড় এলাকায় স্থপতি শেখ মুুজিব বইয়ের লেখক ও দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিনের সহ-সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেনের নিজ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন সিরাজীর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাইদুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাসুম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা লেদ ওয়েল্ডিং শ্রমিক লীগের সভাপতি ইব্রাহীম স্বপন, মেলান্দহ কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাকিউল ইসলাম সোনাহার, ব্যবসায়ী মোতালেব হোসেন বাবুল, যুবনেতা শহীদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় স্থপতি শেখ মুজিব বইয়ের লেখক ও দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিনের সহ-সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন তার লেখা ‘স্মরণীয় শেখ রাসেল’ কবিতা পাঠ করে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের মধ্যে মধ্যে হৃদয় বিধায়ক অনুভূতির সৃষ্টি করেন।
আলোচনা সভা শেষে শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আব্দুল মজিদ। পরে কেককাটা ও মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
