জামালপুরে ডিএসকে’র প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

ডিএসকে’র কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে বেসরকারি সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র-ডিএসকে প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর দুপুরে জামালপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে ডিএসকে এ কর্মশালার আয়োজন করে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।

জামালপুর ডিএসকে’র প্রশিক্ষণ কর্মকর্তা রত্না রানী দাসের পরিচালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, জামালপুর জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল হক, ইউনিসেফের ওয়াশ প্রকল্পের কর্মকর্তা মো. ফিরোজ আলম, ডিএসকে’র যুগ্মপরিচালক (ওয়াশ) এম এ হাকিম, ডিএসকে এ্যাশওয়া-২ এর জামালপুর প্রকল্প ব্যবস্থাপক মো. মোকছেদুল আলম, জামালপুর ও নেত্রকোনা অঞ্চলের স্যানিটেশন বিপণন কর্মকর্তা ধনেশ চন্দ্র শীল প্রমুখ।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র-ডিএসকে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া, মেষ্টা, দিগপাইত ও ঘোড়াধাপ ইউনিয়নে নিরাপদ পানি, স্বাস্থ্যাভ্যাস এবং সবার জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করছে।