জামালপুরে বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত

জামালপুরে বাল্যবিবাহ নিরোধ দিবসের সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

সকল প্রকার সহিংসতা, রোগ, ব্যধিসহ সবধরনের অপঘাত থেকে রক্ষায় এবং অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সর্বোত্তম সুরক্ষার লক্ষ্যে ১৩ অক্টোবর জামালপুরে পালিত হয় বাল্যবিবাহ নিরোধ দিবস। এ উপলক্ষে শহরের বকুলতলা চত্বরে অনুষ্ঠিত হয় গণসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মছিরুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, পরিচালক কর্মসূচি নারায়ণ চন্দ্র দাস, জামালপুর প্রেসক্লাবের সহসভাপতি দুলাল হোসাইন, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম, আস্থা প্রকল্পের সমন্বয়কারী সাবিনা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস।

সমাবেশে উন্নয়ন সংঘ, ব্র্যাক, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা, স্বাবলম্বী উন্নয়ন সমিতিসহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার শতাধিক প্রতিনিধি।

ঘন্টাব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে জামালপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।