সরিষাবাড়ীতে ডিসির সাথে সরকারি কর্মকর্তা ও সুধীবৃন্দের মতবিনিময়

মতবিনিম সভায় বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সরকারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ অক্টোবর সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মোফাজ্জল হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী, শিক্ষাবিদ আবুল হোসেন সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমাউন কবীর, চিকিৎসা কর্মকর্তা সাইফুর রহমান সোহানসহ সরকারি ও গণমান্য ব্যক্তিবর্গ।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, সরকারি সকল কাজে স্বচ্ছতা থাকতে হবে। কোনো দুর্নীতির সাথে আপস হওয়া যাবে না। প্রতিটি সরকারি কর্মকর্তাকে জনগণের সেবার মান উন্নতি করতে হবে। এই উপজেলাকে মডেল উপজেলা হিসেবে তৈরি করতে হলে সকলকে এক সাথে ভালো কাজ করতে হবে। যেকোনো উন্নয়নমূলক কাজে আপনারা আমাকে সব সময় পাবেন বলেও তিনি বক্তব্যে বলেন।