
মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগকে সু-সংগঠিত করার লক্ষ্যে মেস্টায় মহিলা আওয়ামী লীগ তাৎক্ষনিক এক মতবিনিময় সভা করেছে। ২ অক্টোবর বিকেলে মেষ্টা ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সদ্য জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা ও সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার রিপার নাম ঘোষণা করে একটি কমিটি ঘোষণা করা হয়। প্রত্যেক ইউনিয়ন থেকে দক্ষ মহিলাদের খুঁজে বের করে তাদের অংশগ্রহণের মাধ্যমে জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এরই ধারাবাহিকতায় জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা ও সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার রিপার নেতৃত্বে হঠাৎ মেষ্টায় আগমন ঘটে। সেখানে তারা তাৎক্ষনিকভাবে এক মতবিনিময় সভার আয়োজন করেন। ওই মতবিনিময় সভায় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।