ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা মাদারগঞ্জে ক্লাব ফুটবল টুর্নামেন্টে উত্তর চরবওলা স্পোর্টিং ক্লাব এ দল চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ইসলামী সংস্কৃতি জোটের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বকশীগঞ্জে আওয়ামী লীগের বাধায় পণ্ড হওয়া ফুটবল খেলা সাত বছর অনুষ্ঠিত সরিষাবাড়ীর শাহানাজ আক্তার এখন তুহিন মিয়া ভারতের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে লন্ডনগামী বিমান বিধ্বস্ত কেন্দুয়া স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ন আলাইনদী থেকে আফসানা আক্তারের মরদেহ উদ্ধার দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সুরক্ষায় মাদারগঞ্জে দুই শতাধিক বৃক্ষরোপণ ৭৫ দিন নিখোঁজ থাকা নুহাশকে উদ্ধার করল সেনাবাহিনী

রেলের জমির ভুয়া মালিকদের উচ্ছেদ করা হবে : রেলমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘রেলের জমির ভুয়া মালিকদের উচ্ছেদ করা হবে। এই ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।

রেলমন্ত্রী ১৪ সেপ্টেম্বর বিকেলে জেলার সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কে রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে অনুষ্ঠিত রেলপথ, সেতু, সিগন্যালিং ও রোলিং স্টক রক্ষণাবেক্ষণ এবং ট্রেন পরিচালনা বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, সৈয়দপুরে রেলওয়ের অনেক জায়গা আছে কিন্তু রেলের কাজে আসছে না। সেগুলো অনেকে জবরদখল করে আছেন। অনেকে জোর করে দখল করে মার্কেট দিয়ে ভাড়া উঠিয়ে খাচ্ছেন। সেসব জায়গা ছেড়ে দিতে হবে।

তিনি বলেন, রেলের উন্নয়নের জন্য যেসব জায়গা প্রয়োজন সেগুলো অবশ্যই ছেড়ে দিতে হবে। যারা ভুয়া মালিক সেজে দোকানের ভাড়া উঠিয়ে খাছেন তাদেরকে উচ্ছেদ করা হবে।

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার রেলকে গুরুত্ব দিয়েছে। এর আগে অন্য সরকারগুলোর আমলে রেলকে পুরোপুরি অবজ্ঞা করা হয়েছে। রেলওয়ের প্রতি কোন রকম দৃষ্টিই ছিল না।

তিনি বলেন, দেশের সর্ববৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানাটি এক সময় সরগম ছিল। ১০ হাজারের বেশী লোক কাজ করতো। নতুন নতুন কোচ, ওয়াগন ও বগি মেরামতের কাজ হতো। সেগুলো ধ্বংস করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান ও পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মো. হারুন -অর রশীদসহ রেলপথ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা

রেলের জমির ভুয়া মালিকদের উচ্ছেদ করা হবে : রেলমন্ত্রী

আপডেট সময় ০৯:২৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯

বাংলারচিঠিডটকম ডেস্ক : রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘রেলের জমির ভুয়া মালিকদের উচ্ছেদ করা হবে। এই ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।

রেলমন্ত্রী ১৪ সেপ্টেম্বর বিকেলে জেলার সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কে রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে অনুষ্ঠিত রেলপথ, সেতু, সিগন্যালিং ও রোলিং স্টক রক্ষণাবেক্ষণ এবং ট্রেন পরিচালনা বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, সৈয়দপুরে রেলওয়ের অনেক জায়গা আছে কিন্তু রেলের কাজে আসছে না। সেগুলো অনেকে জবরদখল করে আছেন। অনেকে জোর করে দখল করে মার্কেট দিয়ে ভাড়া উঠিয়ে খাচ্ছেন। সেসব জায়গা ছেড়ে দিতে হবে।

তিনি বলেন, রেলের উন্নয়নের জন্য যেসব জায়গা প্রয়োজন সেগুলো অবশ্যই ছেড়ে দিতে হবে। যারা ভুয়া মালিক সেজে দোকানের ভাড়া উঠিয়ে খাছেন তাদেরকে উচ্ছেদ করা হবে।

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার রেলকে গুরুত্ব দিয়েছে। এর আগে অন্য সরকারগুলোর আমলে রেলকে পুরোপুরি অবজ্ঞা করা হয়েছে। রেলওয়ের প্রতি কোন রকম দৃষ্টিই ছিল না।

তিনি বলেন, দেশের সর্ববৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানাটি এক সময় সরগম ছিল। ১০ হাজারের বেশী লোক কাজ করতো। নতুন নতুন কোচ, ওয়াগন ও বগি মেরামতের কাজ হতো। সেগুলো ধ্বংস করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান ও পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মো. হারুন -অর রশীদসহ রেলপথ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।