সানন্দবাড়ী বাজারে অগ্নিকান্ডে ৬০ লক্ষাধিক টাকার ক্ষতি

সানন্দবাড়ী বাজারে অগ্নিকান্ডে কাপড়পট্টির ক্ষতিগ্রস্ত দোকানপাট। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি কাপড়ের দোকান পুড়ে ছাই এবং আরো ১৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৬ সেপ্টেম্বর দুপুরে বাজারের কাপড়পট্টিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাপড়পট্টির একটি কাপড়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রৌমারী ও বকশীগঞ্জ উপজেলা থেকে ফায়ারসার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছার আগেই কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর, ইয়াকুব, জাফর, সিরাজুল, জাকারিয়া ও রবিউলে দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়। এ সময় আরো ১৭টি দোকান রক্ষা করতে দোকান ভাংচুর করে মালামাল উদ্ধারের চেষ্টা করলে সেই দোকানগুলোর ব্যাপক ক্ষতি হয়।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, অগ্নিকান্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।