গ্রামীণফোন-রবির লাইসেন্স বাতিলের চূড়ান্ত নোটিশ

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পাওনা আদায়ে গ্রামীণফোন ও রবি আজিয়াটাকে চূড়ান্ত নোটিশ দিলো । অপারেটর দুটিকে ৫ সেপ্টেম্বর এই নোটিশ দেওয়া হয়েছে।

বিটিআরসি বলছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর ৪৬(২) ধারা মোতাবেক মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবির ২জি ও ৩জি লাইসেন্স কেনো বাতিল করা হবেনা, – এ মর্মে দুই অপারেটরকে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আরো বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে তাদেরকে এই নোটিশের জবাব দিতে হবে। অন্যথায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার হিসেবে গ্রামীণফোনের ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এবং রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা রয়েছে। এই দুটি প্রতিষ্ঠানে বিটিআরসি’র পরিচালিত নিরীক্ষা আপত্তিতে এই অর্থ পাওনা রয়েছে বলে বলা হচ্ছে।

এর আগেও বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক মোবাইল অপারেটরদের পাওনা পরিশোধে কঠোর অবস্থানে যাচ্ছেন বলে বারবার আভাস দিয়েছিলেন। লাইসেন্স সংক্রান্ত নোটিশ প্রেরণের মাধ্যমে তার সেই কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করলেন বলে মনে করছেন এখাতের সঙ্গে সংশ্লিষ্টরা।

sarkar furniture Ad
Green House Ad