
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ১ সেপ্টেম্বর ভোরে উপজেলার বলারদিয়ার গ্রামে সুরুজ মন্ডলের ২ বিঘা জমির পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরটির মালিক।
পুকুরের মালিক সুরুজ মন্ডল বলেন, ১ সেপ্টেম্বর সকালে পুকুরের মাছ ভেসে উঠতে দেখে স্থানীয়রা আমাকে জানায়। খবর পেয়ে পুকুরের পাড়ে গিয়ে দেখি প্রায় সব মাছ মরে ভেসে উঠেছে। বিষ প্রয়োগের ফলে পুকুরে থাকা রুই, কাতল, গ্রাসকাপ, সঁরপুটি, কারপু, তেলাপিয়াসহ বিভিন্ন কার্প জাতীয় মাছ মরে ভেসে উঠেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমি জানি না।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।