জামালপুর পৌর যুবলীগের বিশেষ বর্ধিত সভা

পৌর যুবলীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর পৌর শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর বিকেলে শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করে পৌর যুবলীগ।

জামালপুর পৌর যুবলীগের সভাপতি মো. শাহরিয়ার উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খন্দকার ওবায়দুর রহমান টিটু।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা বিশ্বাস মতিয়র রহমান বাদশা, সদস্য মীর মনজুর হোসেন, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহাম্মেদ প্রমুখ। এতে এছাড়াও জামালপুর পৌর যুবলীগের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad