বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শোক র্যালি

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগের শোক দিবসের আলোচনা সভা সফল করার লক্ষ্যে শোক র্যালি করেছে জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ৩১ আগস্ট বিকেলে পৌরসভার সাহাপুর জামতলা এলাকায় থেকে এ শোক র্যালি বের হয়।
এতে নেতৃত্ব দেন জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন সিরাজী। শোক র্যালিটি সাফল্যমন্ডিত করার লক্ষ্যে সাবেক যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. লিটন হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। র্যালিতে ৪ শতাধিক স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ গণ্যমান্যব্যাক্তিবর্গ অংশগ্রহণ করে। এ সময় র্যালিটি সেখান থেকে বের হয়ে প্রায় ৩ কিলোমিটার পায়ে হেটে শহর প্রদক্ষিণ করে জামালপুর জেলা আওয়ামী লীগের মূল অনুষ্ঠানে যোগ দেন।
র্যালিটি শহর প্রদক্ষিণের সময় শহরের সর্বস্তরের মানুষের মাঝে শোকাবহ পরিবেশ তৈরি করে। র্যালিটির সার্বিক সহযোগিতায় ছিলেন স্থপতি শেখ মুজিব বইয়ের লেখক এস এম মোয়াজ্জেম হোসেন।