সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সম্মেলন ২৭ সেপ্টেম্বর

সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটির সভায় বক্তব্য রাখেন কমিটির আহবায়ক আলী জহির। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

দেশের সর্ববৃহৎ সামাজিক সংগঠন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটির সম্মেলন চলতি বছরের সেপ্টেম্বর মাসের ২৭ তারিখে অনুষ্ঠিত হবে। ৩০ আগস্ট জেলা আহবায়ক কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটির আহবায়ক আলী জহির। সদস্য সচিব জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, সংস্কৃতিকর্মী সাযযাদ আনসারী, উদীচীর সহসভাপতি সন্তোষ কুমার রাজভর, ভাষা সৈনিক মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন, সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটির যুগ্ম আহবায়ক সুমন মাহমুদ, নাট্যকর্মী রাজীব মিয়া, দুর্নীতি বিরোধীকর্মী আতিক সুমন, সংশপ্তক এর সাধারণ সম্পাদক লালন শাহ প্রমুখ।

কমিটির কার্যক্রম গতিশীল করতে আগামী ২৭ সেপ্টেম্বর জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। হিল্লোল সরকারকে আহবায়ক এবং সুমন মাহমুদকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

sarkar furniture Ad
Green House Ad