দেওয়ানগঞ্জে শিক্ষার্থীরা পেল টিফিন বক্স

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৭০০ টিফিন বক্স বিতরণ করা হয়। ২৭ আগস্ট দেওয়ানগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক গুলশানারা ফেরদৌস লিটার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন।
সহকারী শিক্ষক আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা ফরিদুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি শওকতুল হক কামাল চৌধুরী, জামালপুর জেলা প্রেসক্লাবের সহসভাপতি মদন মোহন ঘোষ, প্রাথমিক শিক্ষক নেতা মাহমুদুন্নবী উজ্জ্বল প্রমুখ।