বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে খুনিদের আর ঠাঁই হবে না : প্রতিমন্ত্রী মুরাদ হাসান

জামালপুর শিল্পকলা একাডেমিতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান বলেছেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে খুনিদের আর ঠাঁই হবে না। জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারবে না। কোনো মাদক-সন্ত্রাস থাকবে না। কোনো স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত শিবির রাজাকার এই বাংলার মাটিতে কোনোদিনই মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। বঙ্গবন্ধুর ক্ষুধা-দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে।’

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুর শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, জামালপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. ফজলুল হক আকন্দ, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির প্রমুখ।

তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, ‘খুনি মোস্তাক, জিয়াউর রহমান যারা বিপদগামী সেনাবাহিনীদের নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পরাজিত শক্তি, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশগুলোর সাথে ষড়যন্ত্র করে জাতির পিতা ও তার পরিবারকে হত্যা করেছে, জাতির পিতার খুনি সেই মূল ষড়যন্ত্রকারী মোস্তাক, জিয়াউর রহমানের বিচার দাবি করছি। এই বাংলার মাটিতে তাদের বিচার বাস্তবায়ন করতে চাই। সেইসব অপরাধী, ষড়যন্ত্রকারী ও পিতার হত্যাকারীর অপবাদ থেকে বাংলার মানুষ মুক্তি চায়।’

প্রতিমন্ত্রী বলেন, ‘একাত্তর ও পঁচাত্তুরের খুনিরা, স্বাধনীতার বিরোধিতাকারী অপশক্তি রাজাকার এদের ধারক, বাহক ও পৃষ্ঠপোষক বিএনপি জামাত আজকের বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। বাংলাদেশকে তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা আজ পদ্মাসেতুতে মানুষের মাথা লাগার গুজব ছড়িয়ে ছেলেধরার নামে আতঙ্ক ছড়িয়ে মানুষ হত্যা করে মানুষে মানুষে অস্থিরতা, আতঙ্ক আর ভীতির সঞ্চার করে চলেছে একের পর এক। পানি ঘোলা করে মাছ শিকার করার তাদের সেই সাধ আর বাংলার মাটিতে পূরণ হতে দিবো না, যতক্ষণ আমাদের গায়ে রক্ত আছে।’

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘লন্ডনে বসে জিয়াউর রহমানের কূপুত্র তারেক রহমান আর নয়াপল্টনে এই রিজভী-ফখরুল ইসলাম আলমগীরেরা, ওই রাজাকারের সন্তানেরা, পাকিস্তানি দালাল দোসর প্রেতাত্মারা- ওরা যে ষড়যন্ত্র করছে আজন্মের জন্য তাদের ওই অপরাজনীতি বাংলার মাটিতে মিশিয়ে দিতে চাই। অপরাজনীতির নামে বঙ্গবন্ধুর খুনি ও রাজাকারদের যারা পৃষ্ঠপোষকতা করে, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের রায়কে আজ পর্যন্ত যারা সমর্থন করে না, যারা বঙ্গবন্ধুর খুনিদেরকে পুরস্কৃত করে-আমি তাদেরকে ধিক্কার জানাই। এতিমের টাকা আত্মসাৎ করে আদালতের রায়ে ১০ বছরের সশ্রম কারাদন্ডে দ-িত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। ধিক্কার জানাই সেই বেগম জিয়ার বিএনপি-জামাতকে।’

প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, ‘বঙ্গবন্ধু হাজার বছরের পরাধীনতার শৃংখল ভেঙে বাঙালি জাতিকে মুক্তি দিয়ে গেছেন। তিনি আমাদেরকে একটি লাল সবুজের মানচিত্র দিয়ে গেছেন। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম দেওয়া সেই জাতির পিতা বঙ্গবন্ধুর ঋণ আমরা শোধ করতে চাই। তাই আমাদেরকে মুক্তিকামী স্বাধীনতার চেতনায় বিশ্বাসী এই বাংলার মানুষদের, আওয়ামী লীগ ও জয়বাংলার মানুষদের বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন করে শপথ নিয়ে সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে রুখে দাাঁড়াতে হবে।

sarkar furniture Ad
Green House Ad