নকলায় জাতীয় শোক দিবস পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটির কর্মসূচি হিসেবে উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জাতীয় ও শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোকর‌্যালি, আলোচনাসভা, দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের নেতৃত্বে ১৫ আগস্ট সকালে এক শোকর‌্যালি নকলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, টিআই শাহাব উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকগণ, যুবলীগ, ছাত্রলীগসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সোনালী ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।