ডেঙ্গু প্রতিরোধে জামালপুরে বিএনপির প্রচারণা

ডেঙ্গু প্রতিরোধে প্রচারপত্র বিলি করেন শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ও অন্যান্য নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুর শহরের বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করেছে জামালপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ আগস্ট তারা এ কর্মসূচি পালন করেন। একই সাথে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও মুক্তি দাবি জানান।

বেলা ১১টার দিকে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে প্রচারপত্র বিলি কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। পরে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন স্থানে প্রধান সড়কের দু’পাশে ব্যবসা প্রতিষ্ঠানে এবং পথচারীদের মাঝে প্রচারপত্র বিলি করেন তিনি।

জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, বিশেষ সম্পাদক রুহুল আমিন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, যুগ্মসাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাকসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন।

sarkar furniture Ad
Green House Ad