শেরপুরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। ৭ আগস্ট ভোরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় জেলা গোয়েন্দা শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুল হকসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

জানা যায়, আহত পুলিশ সদস্যরা বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে নিহত যুবকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জেলা পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা বন্দুকযুদ্ধের সত্যতা নিশ্চিত করলেও এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে ৭ আগস্ট সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

sarkar furniture Ad
Green House Ad