ইসলামপুরে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের নির্বাচন ১ সেপ্টেম্বর

ইসলামপুরে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খানা দুলাল। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (এস-১২০৪৮) উপজেলা শাখার সাধারণ নির্বাচন ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ৪ জুলাই আনুষ্ঠানিকভাবে তফসিল এই তফসিল ঘোষণা করা হয়।

জানা গেছে, তফসিল খসড়া ভোটার তালিকা প্রকাশ ৫ আগস্ট সকাল ১০টা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৮ আগস্ট সকাল ১০টা, মনোনয়ন ফরম বিক্রি ১৭ থেকে ১৮ আগস্ট সন্ধ্যা পর্যন্ত, ফরম জমা ১৯ আগস্ট সন্ধ্যা পর্যন্ত, মনোনয়নপত্র বছাই ২০ আগস্ট সন্ধ্যা ছয়টা, প্রত্যাহার ২১ থেকে ২২ আগস্ট বিকেল-সন্ধ্যা পর্যন্ত, ভোট গ্রহণ জগৎ জ্যোতি ক্ষেত্র মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান সহকারী শিক্ষক মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাসের বাবুল, সরকারি ইসলামপুর কলেজের উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহাম্মেদ, এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চালের্স, ধনতলা এবং পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান আনছারী, মো. নূর ইসলাম, সহকারী শিক্ষক কাজী শরীফ উদ্দিন ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।