জামালপুরে উদীচীর পথ সমাবেশ

বক্তব্য রাখেন জামালপুর উদীচীর সভাপতি মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল। ছবি : শুভ্র মেহেদী

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

ডেঙ্গু জ্বর বিষয়ে সচেতনতা, গুজব ছড়িয়ে পিটিয়ে মানুষ হত্যা, নারী ও শিশুর উপর যৌন নিপীড়নের প্রতিবাদে পথ সমাবেশ করেছে জামালপুর উদীচী শিল্পী গোষ্ঠী। ২ আগস্ট দিনব্যাপী জামালপুর সদরের দিগপাইত মোড়, কালিবাড়ী বাজার ও সরিষাবাড়ী বাজার এলাকায় উদীচী এই পথ সমাবেশ করে।

জামালপুর উদীচীর সভাপতি মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালের সভাপতিত্বে পথ সমাবেশে বক্তব্য রাখেন উদীচীর সহ-সভাপতি সন্তোষ কুমার রাজভর, রনজিৎ বিশ্বাস খোকন, সাধারণ সম্পাদক গৌতম সিংহ সাহা, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আহমেদ, সম্পাদক ইকবার হাসান, গোবিন্দ সূত্রধর নিরব, সদস্য এস এম আবু সাঈদ রিফাত, আশানুর রহমান তুহিন, কাজী ফরহাদ প্রমুখ।

এ সময় বক্তারা সম্প্রতিক সময়ের ভয়াবহ ডেঙ্গু জ্বরের প্রকোপ, গুজব ছড়িয়ে মানুষকে পিটিয়ে হত্যা বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি যৌন নিপীড়নকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবি জানান।

sarkar furniture Ad
Green House Ad