
এমইউ শাকিল, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুরে কাইযেন ও সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন বিষয়ে দুইদিনব্যাপী ইনহাউজ প্রশিক্ষণের আয়োজন করে সরকারি আশেক মাহমুদ কলেজ। ২৭ ও ২৮ জুলাই সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদ মিলনায়তন এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী।
সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদের সম্পাদক মোঃ আব্দুল হাই আলহাদী-এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ হারুন অর রশিদ। তথ্যজ্ঞ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির প্রশিক্ষণ বিশেষজ্ঞ প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম ও সিইডিপি-এর জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা মো. মামুন উল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদের যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম।

প্রসঙ্গত, ইনহাউজ প্রশিক্ষণে সরকারি আশেক মাহমুদ কলেজের ৭৬ জন শিক্ষক অংশ নেন। প্রশিক্ষক ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির প্রশিক্ষণ বিশেষজ্ঞ প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম ও সিইডিপি-এর জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা মো. মামুন উল হক।