মেলান্দহে বন্যার্তদের ত্রাণ দিল ইত্তেফাকুল ওলামা

ইত্তেফাকুল ওলামা মেলান্দহ শাখার উদ্যোগে বন্যার্তদের ত্রাণ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ইত্তেফাকুল ওলামা মেলান্দহ শাখা। ২৭ জুলাই সকাল থেকে উপজেলার আদ্রা ও ঘোষেরপাড়া ইউনিয়নের সাড়ে তিন শতাধিক পরিবারের মাঝে লক্ষাধিক নগদ টাকা এবং শুকনো খাবার বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা ইত্তেফাকুল ওলামার জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি আল্লামা শামছুদ্দিন, মেলান্দহ ইত্তেফাকুল ওলামার সম্পাদক মুফতি সোলাইমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইসহাক, পৌরসভার সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রহিম প্রমুখ।

sarkar furniture Ad
Green House Ad