ইসলামপুরে বন্যার্তদের ত্রাণ দিল উপজেলা আওয়ামী লীগ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। ২৭ জুলাই উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কড়ইতার, দক্ষিণ রাজ নগর, রামভদ্রা ও ভ্রমত্তোর গ্রামের বিভিন্ন পয়েন্টে এক হাজার ২৩০ পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।
ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যার্তদের ত্রাণ বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক লালমিয়া, নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।