বন্যার্তদের ওষুধ ও ত্রাণ দিলেন জামালপুরের সিভিল সার্জন

বন্যার্তদের মাঝে জরুরি ওষুধ ও ত্রাণ বিতরণ করেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে জরুরি ওষুধ ও ত্রাণ বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালানো হয়েছে। সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়ের নেতৃত্বে ২৫ জুলাই দিনব্যাপী বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ওষুধ ও ত্রাণ বিতরণ করা হয়।

জামালপুরের মেলান্দহ ও ইসলামপুর উপজেলার টুপকারচর, বালুরচর, পিরিজপুর, লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর পশ্চিমপাড়া, চর লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে ওষুধ ও ত্রাণ বিতরণ এবং স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রচারপত্র বিলি করা হয়।

সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায় ছাড়াও জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহফুজুর রহমান সোহান, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক উত্তম কুমার সরকার, টিবি‘ ক্লিনিকের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক স্বাগত সাহা, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমানসহ সিভিল সার্জন কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

sarkar furniture Ad
Green House Ad