ছেলেধরা গুজব প্রতিরোধে ইসলামপুর থানা পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ইসলামপুরে ছেলেধরা গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ছেলেধরা গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই দুপুরে দুপুরে স্থানীয় জে জে কে এম গার্লস হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে ইসলামপুর থানা পুলিশ এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। এ সময় তিনি সম্প্রতি ছেলেধরা কথাটি সম্পূর্ণ গুজব বলে উল্লেখ করেন। তিনি এই ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

জে জে কে এম গালর্স হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা, ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া, র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার জুনায়েদ আফ্রাদ, অধ্যক্ষ আব্দুন নাছের চৌধুরী চার্লেস, উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।

সভায় ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া ছেলেধরা গুজব রটানোর ঘটনায় কাউকে সন্দেহ হলে ০১৭৬৯৬৯২৮৯০ নম্বরে দ্রুত ফোন করে জানানের জন্য অনুরোধ জানান।