দেওয়ানগঞ্জে ত্রাণ দিলেন সংসদ সদস্য আবুল কালাম

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ জুলাই সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দেওয়ানগঞ্জ এম এম মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে ত্রাণ বিতরণ করেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ মেডিসিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেইমান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সৈয়দ আবু আহম্মেদ সাফী, ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, বকশীগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি শাহিনা বেগম, সাবেক মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু ও চুকাইবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনজুরুল হক মনজু।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন, শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূইয়া, কৃষি কর্মকর্তা মতিউর রহমান, মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম প্রমুখ।

সদর, পৌর, চুকাইবাড়ি ইউনিয়নের বানভাসি এক হাজার পরিবারের মাঝে শুকনো খাবার ও চাল, ডাল, বিতরণ শেষে নৌকাযোগে হাতিভাঙ্গা, পাররামরামপুর, চর আমখাওয়া, ডাঙ্গধরা ইউনিয়নের ১২শ বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।