
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ ব্যবসায়ী কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে ২৩ জুলাই সমিতির কার্যালয় থেকে বন্যা দুর্গত সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সমিতির সদস্যদের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আলু, খাবার স্যালাইনসহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
দেওয়ানগঞ্জ ব্যবসায়ী কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা মহিবুল ইসলাম যুবরাজ, সভাপতি জালাল উদ্দিন মোল্লা, সহ-সভাপতি কাশেম খান, সাধারণ সম্পাদক মাহা আলম, সাংগঠনিক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শ্যামল দাস, প্রচার সম্পাদক মজনু মিয়াসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ বন্যার্ত সদস্যদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।