চুকাইবাড়ীতে ত্রাণ দিলেন সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোখলেছুর রহমান

ফুটানি বাজার এলাকায় বন্যার্তদের ত্রাণ বিতরণ করেন সাবেক আইজিপি মো. মোখলেছুর রহমান। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মোখলেসুর রহমান জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের ফুটানি বাজার এলাকায় নদী ভাঙ্গন ও বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। তিনি ২৩ জুলাই বিকেলে ৩০০ বন্যার্ত পরিবারের মাঝে চাল, ডাল ও আলু ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণের আগে সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মোখলেসুর রহমান বন্যার্তদের উদ্দেশে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান রাসেল, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম, চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান।

এর আগে সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মোখলেসুর রহমান ঝালুরচরে ৩০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

sarkar furniture Ad
Green House Ad