
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুর উদীচী পরিচালিত রণেশ দাশগুপ্ত ললিতকলা বিদ্যায়তনের সঙ্গীত বিভাগের বর্ষ সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। ১৯ জুলাই উদীচী জামালপুর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।
উদীচী জামালপুর জেলা সংসদের সভাপতি মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সনদ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক গৌতম সিংহ সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ কুমার রাজভর।

অনুষ্ঠানে সাংবাদিক, সাহিত্যিক, মুক্তিযোদ্ধা, সংস্কৃতিকর্মী, উদীচীর সদস্য, শিক্ষার্থী, অভিভাবকসহ বিপুল সংখ্যক সংস্কৃতি প্রাণ মানুষ অংশ নেন।