সাধুরপাড়ায় বন্যার্তদের মাঝে প্রশাসনের ত্রাণ বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্যাদুর্গত সাধুরপাড়া ইউনিয়নে ২০০ জন বানভাসি পরিবারের ১০ কেজি করে চাল এবং ৬০ জনকে প্যাকেট (শুকনো খাবার) বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ১৭ জুলাই দুপুরে বালু গাঁও, মদনের চর, বাংগাল পাড়া এলাকার বানভাসিদের ত্রাণের চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম প্রধান অতিথি থেকে এসব ত্রাণ বিতরণ করেন। এ সময় বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহবুব খান, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুলসহ সাধুরপাড়া ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।