বকশীগঞ্জে দৈনিক যায়যায়দিনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে জাঁকজমকপূর্ণ পরিবেশে দেশের সনামধন্য জাতীয় দৈনিক যায়যায়দিনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৫ জুলাই দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রেসক্লাবে কেককাটা, শোভাযাত্রা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১১ টায় এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে সকলের উপস্থিতিতে কেক কাটা হয়। কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

কেককাটা অনুষ্ঠানে এ সময় বকশীগঞ্জ পৌরসভঅর মেয়র নজরুল ইসলাম সওদাগর, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম, বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের বকশীগঞ্জ সংবাদদাতা জি এম ফাতিউল হাফিজ বাবু, সাপ্তাহিক বকশীগঞ্জ এর সম্পাদক গোলাম রাব্বানী নাদিম, সাংবাদিক নুরুজ্জামান খান, সাংবাদিক এস এম আশরাফুল আজম, মুক্তিযোদ্ধা আফসার আলী, বকশীগঞ্জ খয়ের উদ্দিন আলিম মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সাংবাদিক ফিরোজ আল মুজাহিদ, সাংবাদিক রকিবুল হাসান বিদ্রোহী, সরকার আকতার হোসেন, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সচিব শরিয়তুজ্জামান, বগারচর ইউনিয়ন পরিষদেও সচিব এস এম মুছা আমিন, ধানুয়া কামালপুর ইউপি সচিব আবদুল লতিফ, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের সমন্বয়কারী গোপাল চন্দ্র সাহাসহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কেককাটা শেষে দৈনিক যায়যায়দিনের শুভ কামনা জানিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল অতিথি যায়যায়দিন পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন।