বন্যার পানিতে নিখোঁজ কন্যাশিশুর সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরিরা

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নানাবাড়িতে বেড়াতে আসা সাদিয়া আক্তার নামের সাত বছরের এক কন্যাশিশু বন্যার পানিতে পড়ে নিখোঁজ হয়েছে। ১৪ জুলাই দুপুর দু’টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ঝাড়কাটা গ্রামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দু’জন ডুবুরি রাত নয়টা পর্যন্ত সেখানে অনুসন্ধান করেছে। কিন্তু শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

জানা গেছে, সাদিয়া আক্তার কয়েকদিন আগে স্বজনদের সাথে ময়মনসিংহ থেকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ঝাড়কাটা গ্রামে তার নানা হেলাল উদ্দিনের বাড়িতে বেড়াতে আসে। তার বাবার নাম হারেজ উদ্দিন। ১৪ জুলাই দুপুর দু’টার দিকে সাদিয়া তার নানাবাড়ির স্বজনদের অগোচরে বাড়ির কাছেই ঝাড়কাটা রাস্তার পাশে বন্যার পানিতে পড়ে যায়। এ সময় কয়েকজন পথচারী তাকে পানিতে পড়ে যেতে দেখেছেন। তারাই শিশুটির নানাবাড়িতে খবর দেন। গ্রামবাসীরা শিশুটিকে খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান না পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিসের দু’জন ডুবুরি ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ছয়টার দিকে শিশুটির অনুসন্ধানে পানিতে নামেন। রাত নয়টা পর্যন্ত তারা শিশুটির সন্ধান পাননি।

ফায়ার সার্ভিসের জামালপুর স্টেশন কর্মকর্তা মো. নূর উদ্দিন বাংলারচিঠিডটকমকে বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমি দু’জন ডুবুরিকে নিয়ে সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছি। ডুবুরিরা পানিতে নেমে অনুসন্ধান করেছেন। কিন্তু রাত নয়টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি। ১৫ জুলাই সকালে সেখানে ফের অনুসন্ধান চালানো হবে।

sarkar furniture Ad
Green House Ad