ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা মাদারগঞ্জে ক্লাব ফুটবল টুর্নামেন্টে উত্তর চরবওলা স্পোর্টিং ক্লাব এ দল চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ইসলামী সংস্কৃতি জোটের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বকশীগঞ্জে আওয়ামী লীগের বাধায় পণ্ড হওয়া ফুটবল খেলা সাত বছর অনুষ্ঠিত সরিষাবাড়ীর শাহানাজ আক্তার এখন তুহিন মিয়া ভারতের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে লন্ডনগামী বিমান বিধ্বস্ত কেন্দুয়া স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ন আলাইনদী থেকে আফসানা আক্তারের মরদেহ উদ্ধার দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সুরক্ষায় মাদারগঞ্জে দুই শতাধিক বৃক্ষরোপণ ৭৫ দিন নিখোঁজ থাকা নুহাশকে উদ্ধার করল সেনাবাহিনী

ইসলামপুরে বন্যায় ৫০ হাজার মানুষ পানিবন্দি, ত্রাণ বিতরণ শুরু

বন্যার পানিতে ডুবে যাচ্ছে চিনাডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : লিয়াকত হোসেন লায়ন

বন্যার পানিতে ডুবে যাচ্ছে চিনাডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : লিয়াকত হোসেন লায়ন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি বাড়তে থাকায় বাহাদুরাবাদঘাট পয়েন্টে যমুনার যমুনার পানি ১৪ জুলাই বিকেল থেকে বিপদসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলা স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে। উপজেলা প্রশাসন বন্যাকবলিত এলাকায় ইতিমধ্যে ত্রাণ বিতরণ শুরু করেছে।

ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে যমুনা নদীর পানি বাড়তে থাকায় উপজেলার প্রায় ৩০টি গ্রামে হু হু করে পানি ঢুকে বন্যা দেখা দিয়েছে। পানির তোড়ে উপজেলার চিনাডুলী ইউনিয়নে পূর্ববামনা ও উলিয়ায় বন্যা নিয়ন্ত্রণ সড়ক বাঁধে ভাঙনসহ ডেবরাইপ্যাচ সেতু দেবে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও দেওয়ানপাড়া সেতু ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেলগাছা ইউনিয়নের মন্নিয়াচর, বরুল গ্রামে প্রায় ৫০টি পরিবার নদী ভাঙনের কবলে পড়েছে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন সব ধরনের প্রস্ততি নিয়েছে। বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ রয়েছে। সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।

উপজেলা পরিষদের চেযারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, বন্যার্তদের পাশে উপজেলা প্রশাসন সব সময় আছে। এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও আমরা খেয়াল রাখছি।

ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের বামনা গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

এদিকে ১৪ জুলাই দিনব্যাপী উপজেলার চিনাডুলী, সাপধরী ইউনিয়নে ৩০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।জামালপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বিভিন্ন এলাকা পরিদর্শন করে ত্রাণের চাল ও শুকনো খাবার বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু, সিএলপি কর্মকর্তা হুমায়ুন কবির, বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক, চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু বাংলারচিঠিডটকম বলেন, বন্যা মোকাবেলায় আমাদের সকল প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে বন্যা কবলিত বেলগাছা, চিনাডুলী ও সাপধরী ইউনিয়ন পরিষদে ২ মেট্রিক টন করে চাল ও ১৫০ প্যাকেট করে শুকনো খাবার দেওয়া হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রীতে এক কেজি মিনিকেট চাল, দু্ই কেজি চিড়া, এক কেজি চিনি, এক লিটার সয়াবিন  তেল, এক কেজি মসুরের ডাল, এক কেজি লবণ ও ৫০০ গ্রাম নুডলুস রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা

ইসলামপুরে বন্যায় ৫০ হাজার মানুষ পানিবন্দি, ত্রাণ বিতরণ শুরু

আপডেট সময় ০৯:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯
বন্যার পানিতে ডুবে যাচ্ছে চিনাডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : লিয়াকত হোসেন লায়ন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি বাড়তে থাকায় বাহাদুরাবাদঘাট পয়েন্টে যমুনার যমুনার পানি ১৪ জুলাই বিকেল থেকে বিপদসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলা স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে। উপজেলা প্রশাসন বন্যাকবলিত এলাকায় ইতিমধ্যে ত্রাণ বিতরণ শুরু করেছে।

ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে যমুনা নদীর পানি বাড়তে থাকায় উপজেলার প্রায় ৩০টি গ্রামে হু হু করে পানি ঢুকে বন্যা দেখা দিয়েছে। পানির তোড়ে উপজেলার চিনাডুলী ইউনিয়নে পূর্ববামনা ও উলিয়ায় বন্যা নিয়ন্ত্রণ সড়ক বাঁধে ভাঙনসহ ডেবরাইপ্যাচ সেতু দেবে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও দেওয়ানপাড়া সেতু ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেলগাছা ইউনিয়নের মন্নিয়াচর, বরুল গ্রামে প্রায় ৫০টি পরিবার নদী ভাঙনের কবলে পড়েছে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন সব ধরনের প্রস্ততি নিয়েছে। বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ রয়েছে। সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।

উপজেলা পরিষদের চেযারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, বন্যার্তদের পাশে উপজেলা প্রশাসন সব সময় আছে। এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও আমরা খেয়াল রাখছি।

ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের বামনা গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

এদিকে ১৪ জুলাই দিনব্যাপী উপজেলার চিনাডুলী, সাপধরী ইউনিয়নে ৩০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।জামালপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বিভিন্ন এলাকা পরিদর্শন করে ত্রাণের চাল ও শুকনো খাবার বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু, সিএলপি কর্মকর্তা হুমায়ুন কবির, বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক, চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু বাংলারচিঠিডটকম বলেন, বন্যা মোকাবেলায় আমাদের সকল প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে বন্যা কবলিত বেলগাছা, চিনাডুলী ও সাপধরী ইউনিয়ন পরিষদে ২ মেট্রিক টন করে চাল ও ১৫০ প্যাকেট করে শুকনো খাবার দেওয়া হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রীতে এক কেজি মিনিকেট চাল, দু্ই কেজি চিড়া, এক কেজি চিনি, এক লিটার সয়াবিন  তেল, এক কেজি মসুরের ডাল, এক কেজি লবণ ও ৫০০ গ্রাম নুডলুস রয়েছে।