জামালপুর জেলা শিক্ষানবীশ আইনজীবী সমিতির আহ্বায়ক কমিটি গঠিত

শিক্ষানবীশ আইনজীবী সমিতির জেলা শাখার নতুন কমিটির নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ শিক্ষানবীশ আইনজীবী সমিতি জামালপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। মো. জাবেদুল ইসলাম জাবেদকে আহ্বায়ক ও মো. আশরাফুল আলম সদস্য সচিব করে ৯১ সদস্য বিশিষ্ট এ কমিটি ১৩ জুলাই অনুমোদন দিয়েছেন বাংলাদেশ শিক্ষানবীশ আইনজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আইনুল ইসলাম বিশাল ও সদস্য সচিব আজমুল হাসান জিহাদ ।

এদিকে জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক মো. মঞ্জুর কাদের বাবুল খান এ কমিটিকে অনুমোদন দেওয়ার জন্য লিখিত সুপারিশ করেছেন। এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন ছয়জন। তারা হচ্ছেন মো. মেজবাহ উদ্দিন শাকিল, এস এম রুহুল আমিন মামুন, মাহবুবা সুলতানা বিথী, জাহানারা আক্তার, কাউসার আহাম্মেদ শান্ত ও খালিদ হাসান লায়ন।

জামালপুর জেলা আইনজীবী সমিতির সাথে পরামর্শ করে শিক্ষানবীশ আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল কর্মকান্ড যথাযথভাবে পরিচালনা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন জামালপুর জেলা শিক্ষানবীশ আইনজীবী সমিতির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

sarkar furniture Ad
Green House Ad