নকলায় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

পাইস্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় পাইস্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ব্যক্তিগত উদ্যোগে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। ৯ জুলাই সকালে মূল উদ্যোক্তা আতিক তালুকদারের অর্থায়নে স্কুল কমিটির সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান এই কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, প্রধান শিক্ষক তাহমিনা বেগম, সহকারী শিক্ষক মজিদা খাতুন, রওজাতুল জান্নাত, অসহায় সহায়তা সংস্থার সভাপতি শামীম আহম্মেদ, স্কুল পরিচালনা কমিটির সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad