
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুর সদর উপজেলার বাঁশচড়া গ্রাম থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। ৭ জুলাই বিকেলে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের উপপরিচালক, পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এবং সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, র্যাবের একটি আভিযানিক দল ৭ জুলাই বিকেল সাড়ে তিনটার দিকে জামালপুর সদর উপজেলার বাঁশচড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় লিটনের মুদি দোকানের সামনের রাস্তা থেকে জামালপুর সদর থানার একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামি মো. মাসুদ মন্ডলকে গ্রেপ্তার করা হয়। মো. মাসুদ মন্ডল জামালপুর সদর উপজেলার গনেশপুর গ্রামের মৃত হানিফ উদ্দিন মন্ডলের ছেলে। তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।