
মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আরামনগর কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। ৭ জুলাই সকালে মাদরাসার মিলনায়তন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
আরামনগর কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসাটির পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান মানু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণ সম্পাদক ও সরিষাবাড়ী কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, পৌর জাতীয় পার্টির আহবায়ক সুলতান মাহমুদ, মাদরাসার পরিচালনা পর্ষদের সদস্য আব্দুর রউফ, আবুল কালাম, মমিনুল ইসলাম ও আব্দুল ওয়াহাব, প্রভাষক মনোয়ার হোসেন, শামীম হোসেন, জালাল উদ্দিন, সিরাজুল ইসলাম ও মিনহাজ উদ্দিন প্রমুখ।
পরে প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।