জামালপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীভাতার কার্ড বিতরণ

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে ২০১৮-১৯ অর্থ বছরের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীভাতার কার্ড বিতরণ করা হয়েছে। ৪ জুলাই সকালে শরিফপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে এ কার্ড বিতরণ করা হয়।
শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলমের সভাপতিত্বে ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও সুবিধাবঞ্চিতদের মাঝে কার্ড বিতরণ করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহাম্মেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শিরিনা পারভীন, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবীর প্রমুখ।
জানা গেছে, ওই ইউনিয়নের সুবিধাবঞ্চিত ১৫৫ জন বয়স্ক, ৫৫ জন বিধবা ও ২২ জন প্রতিবন্ধীকে ভাতার কার্ড বিতরণ করা হয়।
ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠানে শরিফপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।