চিকাজানী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

চিকাজানী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ ৩০ জুন পরিষদের মিলনায়তনে আয়োজিত সভায় এ বাজেট ঘোষণা করেন।

বাজেটে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৭৩ হাজার টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয় ১ কোটি ১ লাখ ৪৩ হাজার টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩০ হাজার টাকা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আনোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক সুলতানা বেগম, চিকাজানী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জয়নাল আবেদীন প্রমুখ। সভা সঞ্চালনা করেন ইউপি সচিব মোহাম্মদ আনছার আলী।

বাজেট সভায় ইউনিয়নের বিভিন্ন পেশাজীবী লোকজন উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad