ইসলামপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে বিজলী আক্তার (১৫) নামে ১০ম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। ২০ জুন বিকেলে পৌর এলাকার দরিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আজিজল হকের মেয়ে। অভিভাবকের সাথে অভিমান করে সে ঘরের ধর্ণার সাথে রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ি খালি পেয়ে সকলের অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বিজলী। মা আইতন বেগম বাড়িতে গিয়ে ঘরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন বাংলারচিঠিডটকমকে বলেন, স্কুলছাত্রীর আত্মহত্যার বিষয়টি শুনেছি। লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

sarkar furniture Ad
Green House Ad