ইসলামপুুরে নারী ও শিশু কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষ সমাবেশ

নারী ও শিশু কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে শপথবাক্য পাঠ করান উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাছের বাবুল। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামপুর (জামালপুুুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় নারী ও শিশু কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্বাবলম্বী উন্নয়ন সমিতির আস্থা প্রকল্প ১৭ জুন দুপুরে ইসলামপুর কলেজ সভাকক্ষে এই সমাবেশের আয়োজন করে।

অধ্যক্ষ সুলতান সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাছের বাবুল, ইসলামপুুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, অধ্যক্ষ আবু নাছের চৌধুরী চার্লেস, আস্থা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুখ রঞ্জন প্রমুখ।

বক্তারা নারী ও কন্যা শিশুর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সমাজকে বদলাতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এতে উপজেলার জন প্রতিনিধি, শিক্ষক সুধীবৃন্দ অংশ নেয়।

সভায় নারী ও শিশু কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে শপথবাক্য পাঠ করান উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাছের বাবুল।

sarkar furniture Ad
Green House Ad