বকশীগঞ্জে বালু উত্তোলনের ড্রেজার মেশিন পুড়িয়ে দিলেন ইউএনও

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দশানী নদীর সেতুর নিচ থেকে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। ৯ জুন সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম অভিযান চালিয়ে ড্রেজার মেশিন পুড়িয়ে দেন।

জানা গেছে, স্থানীয় প্রভাবশালীরা কয়েক দিন ধরে মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ ঘেষা দশানী নদীর উপর নির্মিত সেতুর নিচে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। বালু উত্তোলনের খবর পেয়ে ৯ জুন সন্ধ্যা ৬টায় দশানী নদীতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় তিনি বালু উত্তোলনের ড্রেজার মেশিনসহ বিভিন্ন সরঞ্জামাদি পুড়িয়ে দেন।