জামালপুর জিলা স্কুলের এসএসসি ২০১৪ ব্যাচের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুর জিলা স্কুলের এসএসসি ২০১৪ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন জামালপুর জিলা স্কুল প্রাঙ্গণে এসএসসি ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
ইফতার মাহফিলে জিলা স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন জুবায়ের সাঈদ, আনম শফিকুর রহমান, অসীম কুমার দে, জিলা স্কুলের দিবা শাখার শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হিশাম আল মাহান্নাভ, প্রভাতী শাখার শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এম বি আব্দুল জলিল আকন্দ, মেজবাউল হক, আজিজুজ্জামান সিদ্দীকী প্রমুখ।

জিলা স্কুলের প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনায় এদিন কোরআন খতম করা হয়। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন আল আমিন। পরে অতিথি শিক্ষক ও এসএসসি ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা ইফতারে অংশ নেন।