দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারালো বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক: চলছে ক্রিকেটের সব থেকে বড় আসর আইসিসি বিশ্বকাপ। বিশ্বকাপ মিশনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের পঞ্চম ও নিজেদের প্রথম ম্যাচে বেশ বড় সংগ্রহ গড়ে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপে টিকতেই পারেনি প্রোটিয়ারা। আর এতে ২১ রানের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ।

২ জুন টস হেরে আগে ব্যাট করে ৩৩০ রানের বড় সংগ্রহ করে বাংলাদেশ। যা বিশ্বকাপে বাংলাদেশের সব থেকে বড় রানের রেকর্ড। প্রোটিয়াদের সামনে ৩৩১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে হারিয়ে ৩০৯ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও ২১ রানের হার নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা। সূত্র : ডেইলি বাংলাদেশ

sarkar furniture Ad
Green House Ad