মেরুরচরে দুঃস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ১ জুন মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ বাজারে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ করেন মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে সার্বিক তদারকিতে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ।
মেরুরচর ইউনিয়ন পরিষদের সচিব আবু হানিফ জানান, পবিত্র ঈদ উপলক্ষে এই ইউনিয়নের ৭ হাজার ৪৫২টি পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হবে।
অপরদিকে বগারচর ইউনিয়নে ১ জুন সকালে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন। এ সময় বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, ইউপি সচিব এস এম আমিন উপস্থিত ছিলেন।
এই ইউনিয়নে ৮ হাজার ৮৯৩টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হবে।