দেওয়ানগঞ্জে জাতীয় পার্টির ইফতার মাহফিল

দেওয়ানগঞ্জে জাতীয় পার্টির ইফতার মাহফিলে মোনাজাতে অংশ নেন অতিথি ও অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ মে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আইনজীবী আদম শফিউল্লার সভাপতিত্বে ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহসভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক শরীফ মিয়া, যুগ্মসাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মনজুরুল হক তোতা প্রমুখ।

আলোচনা শেষে মুসলমানদের জন্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় এবং সাবেক মন্ত্রী জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য এম এ সাত্তারের জন্য মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলে উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad