
মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরে স্থানীয় সরকার বিভাগের আওতায় বৃক্ষরোপণ, সংরক্ষণ ও বৃক্ষসম্পদ বন্টন কার্যক্রমে এলসিএস কর্মীদের মাঝে বৃক্ষ বিক্রির টাকার চেক এবং নবিদেব প্রকল্পের আওতায় নারী কর্মীদের সঞ্চিত টাকার চেক বিতরণ করা হয়েছে। ৩০ মে দুপুরে জামালপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এলজিইডি জামালপুর সদরের আয়োজনে এ চেক বিতরণ করা হয়।
জামালপুর সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী এস এম শহীদুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন প্রমুখ।
জানা গেছে, বৃক্ষরোপণ, সংরক্ষণ ও বৃক্ষসম্পদ বন্টন কার্যক্রমের এলসিএস ৯ জন কর্মীদের মাঝে বৃক্ষ বিক্রির টাকার চেক ও নবিদেব প্রকল্পের আওতায় ১০ জন নারীকর্মীর মাঝে এ চেক বিতরণ করা হয়।