ইসলামপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের এএসপি মো. সুমন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জামালপুরের ইসলামপুর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে ইসলামপুর পৌরসভার মিলনায়তনে এ ওপেন হাউজ ডে’র আয়োজন করা হয়।

ওপেন হাউজ ডে’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সুমন মিয়া। তিনি সামাজিক অবক্ষয় রোধে মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানান।

ভারপ্রাপ্ত কর্মকতা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ জামান আব্দুন নাসের চেীধুরী চার্লেস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, কাউন্সিলর চুন্নু মিয়া, মোহন মিয়া প্রমুখ।

সভায় মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তারসহ ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad