তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সরকারের সাথে জনগণের যোগসূত্র তৈরি করা : হাছান মাহমুদ

বাংলারচিঠিডটকম ডেস্ক : তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি জনগণের সাথে যোগসূত্র তৈরি করা।

তিনি বলেন, ‘এই মন্ত্রণালয়ের দায়িত্ব সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরা। জনগণের সাথে সরকারের সেতুবন্ধন তৈরি করা।’

তথ্যমন্ত্রী ২১ মে সচিবালয়ে সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারি ও অধিনস্ত বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে নবনিযুক্ত তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানের পরিচিতি সভায় এ কথা বলেন।

নব নিযুক্ত তথ্য প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘এই মন্ত্রণালয় সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আমি চাই নতুন প্রতিমন্ত্রীর সাথে টিম ওয়ার্ক করে কাজ করতে। দুজনে মিলে কাজ করলে আমাদের কাজ করা অনেক সহজ হবে।’

তিনি বলেন, ‘আমরা এক সাথে মিলেমিশে কাজ করবো। সরকারের সাথে জনগণের যোগসূত্র তৈরি করবো।’

মন্ত্রণালয়ের কাজ করার ক্ষেত্রে সকলের সহযোগীতা কামনা করে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ি আমি কাজ করতে চাই। কাজ করার ক্ষেত্রে সবাই আমাকে সহযোগীতা করবেন।’

অনুষ্ঠানে তথ্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশিদ, পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ন চন্দ্র শীলসহ সংস্থার প্রধান ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ্য থেকে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ নবনিযুক্ত তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সূত্র : বাসস

sarkar furniture Ad
Green House Ad