জামালপুরে ৫টি ওষুধের দোকানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরে ৯ মে দুপুরে ভ্রাম্যমাণ আদালতে পাঁচটি ওষুধের দোকানে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রি এবং সনদ বিহীন ওষুধের দোকান চালানোয় এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম ৯ মে দুপুরে জামালপুর শহরের বাইপাস মোড়, পুরাতন বাসস্ট্যান্ড ও স্টেশন সড়ক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রি এবং সনদ বিহীন ওষুধের দোকান চালানোয় পাঁচটি ওষুধের দোকানের মালিককে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানায় দণ্ডিতরা হলেন স্টেশন সড়কের মেডিল্যাব ফার্মেসির মালিক মো. সোহেল, প্রান্তিক মেডিকেল হলের মালিক জিয়াউল হক ও সোহেল মেডিকেল হলের মালিক লিটন এবং বাইপাস মোড়ের রেনেসা ফার্মেসির মালিক শাহাজাহান আলী ও জেসমিন মেডিকেল হলের মালিক মো. ফরহাদ আলী। ১৯৪০ সালের ড্রাগ আইনের ১৮ (এ) ও (সি) ধারায় তাদের এ জরিমানা করা হয়।