বকশীগঞ্জে কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন

নামফলক উন্মোচন করে কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করেন পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন) মো. মোখলেসুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ২৯ এপ্রিল বিকেল তিনটায় এর উদ্বোধন করেন পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন) মো. মোখলেসুর রহমান।

এই পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে পুলিশি সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার বাছির উদ্দিন, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন ফরাজী, মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আফসার আলীসহ জেলা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সার্বিক সহযোগিতায় পরে নিজ গ্রামের কে বি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দু:স্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান।